বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বেসরকারি একটি অক্সিজেন প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। শনিবার বিকালের এই বিস্ফোরণে কারখানাটিতে ‘অনেকে’ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে হতাহত হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’ কতজন নিহত ও আহত হয়েছেন- তাৎক্ষণিকভাবে কোনো সংখ্যা তিনি বলতে পারেননি।
স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। তিনজনের লাশ দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ।
বিস্ফোরণে দগ্ধ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই সংখ্যাটি ১৪-১৫ জন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। সূত্র : বিডিনিউজ
বিস্তারিত আসছে…












