বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বেসরকারি ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামে একটি অক্সিজেন প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
শনিবার (৪ মার্চ) বিকালের এই বিস্ফোরণে কারখানাটিতে এখন পর্যন্ত ৫ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে হতাহত হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’
স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। বেশ কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন।
বিস্ফোরণে দগ্ধ অন্তত ২৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে।
সূত্র : যমুনা টিভি












