৫ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ জেনে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার সীমা রি-রোলিং মিলের ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্টরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, এ ঘটনায় আহত ১৮ জন এবং নিহত ৫ জনকে পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে। বাকিদের পাওয়া যায়নি। আহতদের বেশিরভাগই আঘাতজনিত সমস্যা। মস্তিষ্কে আঘাত পাওয়ায় এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ