বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এয়াকুব নগর এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় সোনার বাংলা এক্সপ্রেসের সাথে একটি মিনি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। বেপরোয়া গতিতে চালানো সেই মিনি ট্রাকের চালক পালিয়েছে। তবে জব্দ করা হয়েছে গাড়িটি।
জানা যায়, সোমবার (৩০ আগস্ট) সীতাকুণ্ডের এয়াকুব নগর এলাকায় আনুমানিক সকাল ১১ টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় ট্রেনটি ১২টা ২০ মিনিটে ফের চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয়।
রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সীতাকুণ্ডের এয়াকুব নগর এলাকায় রেল ক্রসিং সম্পূর্ণ অবৈধ। দুর্ঘটনাস্থলে কোনো গেটম্যান ছিল না।
এদিকে এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিক একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত জানান, দুর্ঘটনার ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এর আগে গতকাল কুমিল্লায় ট্রেনের সঙ্গে সবজিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় সাত ঘণ্টা।
বাংলাধারা/এফএস/এআই













