বাংলাধারা প্রতিবেদক »
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুন নেভাতে কাজ করছে সেনাবাহিনীর ১৫০ থেকে ২০০ সদস্যের একটি দল। আগুন নেভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া কেমিক্যাল নিয়ন্ত্রণেও কাজ করছেন তারা। রোববার সকালে দলটি কাজ শুরু করে।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং কোর ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরা সুলতানা বলেন, কন্টেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। কেমিক্যাল বিশেষজ্ঞরা ফায়ার সার্ভিস সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিটি করা হবে। কমিটিকে চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হবে। বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা, আহত প্রত্যেক ব্যক্তিকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যসহ আহত দুইশর বেশি।
ধারণা করা হচ্ছে এই আগুন লেগেছে রাসায়নিকের কন্টেইনার বিস্ফোরণ থেকে। এর শব্দ শোনা গেছে চার কিলোমিটার দূর থেকেও, এতে ভেঙে পড়েছে আশপাশের ভবনের কাচ।













