২৮ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারে খুনের ঘটনায় যুবক গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যের ছোট ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আজিজুল হক ওরফে ফারুককে (২৩) আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বারবকুণ্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজিজুল হক সীতাকুণ্ড উপজেলার হাতিলোটা এলাকার আব্দুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার বারবকুণ্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মারামারি, নারী নির্যাতনসহ ৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন