২৮ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে আ.লীগ নেতা নুরুল ইসলামের ইন্তেকাল

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ নেতা মোহাম্মদ নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ডায়বেটিসজনিত কারণে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ছয় মেয়ে এক পুত্র, আত্মীয় স্বজন, অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে ভাটিয়ারীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব, মরহুমের ভাগিনা গিয়াস উদ্দিন টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার ১১টায় বিএমএ গেটস্থ খিল্লাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা জানান।

এদিকে নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং মরহুমে শোকার্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পৃথক শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন।

নেতৃবৃন্দ বলেন, রাজপথের লড়াকু সৈনিক প্রিয় নেতা মো. নূরুল ইসলাম ভাইয়ের মৃত্যুতে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ ও ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাবেক সভাপতি এম হেদায়েত উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী
এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ থেকে তালা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন নুরুল ইসলাম। তিনি আল আরাফা ইসলামী ব্যাংকের জোনাল হেড ভাইস প্রেসিডেন্ট মো. আজমের শ্রদ্ধেয় বড় ভাই।

আরও পড়ুন