সীতাকুণ্ড প্রতিনিধি »
চাকরি প্রার্থীদের ভালো সিভি তৈরিতে সহায়তা এবং পরীক্ষায় ভালো করার জন্য ‘নলেজ শেয়ারিং সেশন’ শিরোনামে একটি ক্যারিয়ার আড্ডার আয়োজন করে মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন।
কোজেপ এশিয়ার পৃষ্ঠপোষকতায় শুক্রবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা এ কে এম মজিফুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশসেরা সিভি লেখক করপোরেট আস্ক এর সিইও নিয়াজ আহমেদ এবং জিপিএইচ ইস্পাতের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইপসার প্রধান নির্বাহী আরিফ হোসেন, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশকন ট্রাস্টের নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড সমিতির সহ-সভাপতি লায়ন ইউসুফ শাহ এবং পৃষ্ঠপোষক কোজেপ এশিয়ার নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় স্নাতক উত্তীর্ণ প্রায় ২০০ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর আয়োজক প্রতিষ্ঠানটির ‘নলেজ শেয়ারিং সেশন’র অ্যাপস ডেভেলপমেন্ট এর উপর দুটি কর্মশালা আয়োজিত হয়।
কর্মশালার পরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে এমএফজেএফ’র গৃহীত ও চলমান উদ্যোগগুলো নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। যেখানে এমএফজেএফ শুরু হওয়ার পর থেকে বিগত তিন মাসে তাদের বিভিন্ন কর্মসূচি যেমন
ক্লীন সীতাকুণ্ড: বিডি ক্লীনের সহযোগিতায় এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান। এই পরিচ্ছন্নতা অভিযানে সীতাকুণ্ডের তিনটি স্কুল থেকে দেড়শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও এতে দশটি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সমুদ্র সৈকতের খালি জায়গায় ৪৫০টি ঝাউগাছের চারা রোপণ করা হয় এবং ময়লার ঝুড়ি স্থাপন করা হয়।
নলেজ শেয়ারিং সেশন : বিডিঅ্যাপস এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বিএসএ গ্রুপের পৃষ্ঠপোষকতায় সীতাকুণ্ডের যুবসমাজকে অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মক্ষম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত হয় ‘নলেজ শেয়ারিং সেশন’। প্রাথমিকভাবে ৬০০ জনকে নিয়ে এই কর্মশালা আয়োজিত হয়, যেখান থেকে আগ্রহীদের নিয়ে আরও দুইটি কর্মশালা আয়োজিত হয়। ইতোমধ্যে সীতাকুণ্ডের যুবক-যুবতীরা অ্যাপস ডেভেলাপিং শিখে আয় করা শুরু করেছে।
রোড টু লাইট : এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি ছাড়া পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিনামূল্যে বাস সার্ভিস চালু করে এমএফজেএফ। সীতাকুণ্ডের পাঁচটি রুটে প্রায় ২০০ জন শিক্ষার্থীদের প্রতিদিন পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার মহৎ উদ্যোগ নেয় মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন।
এছাড়াও এমএফজেএফ এর ভবিষ্যৎ কর্মসূচি যেমন- বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রসূতি মায়েদের বিনামূল্যে ওষুধ দেওয়া, ক্লীন পতেঙ্গা, নলেজ শেয়ারিং সেশনের আওতায় সিভি রাইটিং কোর্স, কৃষকদের ভর্তুকির আয়তায় কৃষি সরঞ্জাম বিতরণ, স্কুল কলেজে সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।
শনিবার (৮ অক্টোবর) এমএফজেএফ’র তিন মাস পূর্তি উপলক্ষে ভাটিয়ারীস্থ ক্যাফে ২৪-এ একটি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, মুসলিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম ও এক থেকে ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান এবং সরকারি ও বেসরকারি ১৫টির বেশি ফাউন্ডেশনসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।