১২ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত বেড়ে ৪, দগ্ধ দেড় শতাধিক

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ও আহতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (৪ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক নুরুল আলম আশিক গণমাধ্যমকে চার জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। চারজনের মধ্যে সবাই চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে।

দেখা গেছে, বিভিন্ন সেচ্ছাসেবী সংঠনের সসদস্যরা দলে দলে এগিয়ে আসছে সহযোগিতা ও ব্লাড দিতে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকট শব্দের একটি বিস্ফোরণের একটি শব্দ তারা পেয়েছেন। এরপর আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন তারা। ধারণা করা হচ্ছে কনটেইনারে বিস্ফোরকজাতীয় দ্রব্যের কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আনা হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।’ তবে কতজন হতাহত হয়েছেন সঠিকভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। বিস্ফোরণে অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন। নিহত আছে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ