১২ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ১৭

বাংলাধারা ডেস্ক »

সময় যত গড়াচ্ছে ততই লাশের সারি বাড়ছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক)। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের লাশ চমেকে এসে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশেকুর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে ৩ জন ফায়ার সার্ভিসের সদস্য রয়েছে। শুধু সকাল থেকেই ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

বিভিন্ন সুত্রে জানা গেছে, ১৪ জন চমেক হাসপাতালে, ১ জন পার্কভিউ হাসপাতালে এবং আরও ২ জনের মরদেহ পথে হাসপাতালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ