সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ইফতেখার হোসেন মুন্না (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না সীতাকুণ্ড পৌরসভার ইদুলপুর ইমাম হোসেনের ছেলে।
স্হানীয় সাংবাদিক কামরুল ইসলাম দুদু জানান, সন্ধ্যায় সাতটায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান গাড়ি তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপর মহাসড়কে যানজট সৃষ্টি হয়। স্থানীয়রা লাশ ও মোটরসাইকেল রাস্তা থেকে সরিয়ে রাস্তা যানজট মুক্ত করে। তার গাড়ির লাইসেন্সে নাম দেখে বাড়িতে খবর দেয়া হয়েছে।













