সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে মোছাম্মৎ আকসা(৪)নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২মার্চ) বিকাল ৪টার সময় সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট গ্রামের মোঃ বেলালের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফৌজদারহাটের বাসিন্দা মোঃ বেলালের ৪ বছর বয়সী মেয়ে আকসা এদিন বিকালে নিজ বাড়ির ৩ তলার ছাদে হাঁটতে গিয়ে হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ঘটনার পর তার পরিবারের সদস্যরা দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
বাংলাধারা/এফএস/এআই













