১ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় এক শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি  »

সীতাকুণ্ডের বড় কুমিরা সুলতানা মন্দির এলাকায় রড় তৈরীর কারখানায় দূর্ঘটনায় মো. মোস্তফা আলম(৩৫) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে মো. রাশেদ(২৫) নামে অপর আরো এক শ্রমিক।

আজ (১৩ নভেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার বড় কুমিরায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মোস্তফা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন এলাকার মো. জসিম উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারখানায় অন্যান্য দিনের মত শ্রমিকরা কাজ কাজ করছিল।এ সময় একটি প্যাডেলের ঢাকনার সাথে ধাক্কা লেগে কারখানার শ্রমিক মোস্তফা ও রাশেদ গুরুতর আহত হয়। পরে আহত দু’শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মোস্তফার মৃত্যু ঘটে।

এবিষয়ে সীতাকুন্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, দূর্ঘটনায় আহত দু’শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় বিকালে মোস্তফা নামক এক শ্রমিক নিহত হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন