চট্টগ্রামের সীতাকুণ্ডে রয়েল সিমেন্ট কারখানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সোলাইমান (৩০) নামে এক ইঞ্জিনিয়ারের নিহত হয়েছেন।
বুধবার রাত ৮ টার দিকে উপজেলার কুমিরা রয়েল সিমেন্ট ও রড তৈরি কারখানা কেএসআরএম ফ্যাক্টরীর ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত ইঞ্জিনিয়ার ভাটিয়ারির উত্তর বাজার যমুনা ব্যাংকের পাশে নজির সওদাগরের বাড়ির জহুর আলমের ছেলে
থানা সুত্রে জানা যায়, একই মালিকানাধীন রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরি কারখানা কেএসআরএম পাশাপাশি অবস্থিত। ইঞ্জিনিয়ার সোলাইমান রয়েল সিমেন্টে চাকরি করলেও কেএসআরএম স্টিল ও রয়েল সিমেন্টের মাঝখানে একটি পাওয়ার প্লান চেক করতে যান। পাওয়ার প্লান চেক করে ফেরার পথে হেঁটে যাওয়ার সময় কারখানার ভেতর রড বোঝাই একটি ট্রাক স্কেল করে আসার সময় চালকের অসাবধানতাবশত পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ইঞ্জিনিয়ার সোলাইমান। এঘটনায় রাতেই নিহতের বড় ভাই মোঃ জাফর ইকবাল বাদী হয়ে থানায় ওই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই লরী চালকের নাম নুর নবী (২৮)। তিনি উপজেলার লালানগর গ্রামের নুরুল আলমের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরির কারখানা একই গেট দিয়ে পাশাপাশি অবস্থিত। যিনি মারা গেছেন, তিনি রয়েল সিমেন্ট ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার। কিন্তু দুর্ঘটনা ঘটেছে কেএসআরএম রডের কারখানার স্কেলে রড বোঝাই গাড়িচাপা পড়েন। এ ঘটনায় ওই চালকের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বড় ভাই।