চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় আব্দুল হালিম (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার চৌধুরী বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মনির আহমেদ।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, “দুর্ঘটনার পর আব্দুল হালিমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এআরই/বাংলাধারা