৩০ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত-৩

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

বুধবার(৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়  জানা যায়নি।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, সংঘর্ষে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। পাথর বোঝাই ট্রাকটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানে থাকা তিন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন