বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ডে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলায় এই ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, সাগরপথে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ১০-১২ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে মান্দারিটোলায় আসে। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয়। এসময় অন্যরা পালাতে পারলেও ওই ব্যক্তি ধরা পড়ে যায়। পুলিশ খবর পেয়ে গণপিটুনিতে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এআর













