বাংলাধারা প্রতিবেদক»
সীতাকুণ্ডে প্রাইভেট আইসিডি বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা শোক প্রকাশ করেছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী ও বিজিএমইএ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, প্রাইভেট আইসিডি বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিষ্ফোরণে হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। এ ঘটনায় বিজিএমইএ’র পরিচালনা পর্ষদসহ পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত। নেতৃবৃন্দ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁরা বিজিএমইএ’র পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এদিকে আজ রোববার সকালে বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক তানভীর হাবিব, এ.এম. শফিউল করিম (খোকন) সহ বিজিএমইএ’র কর্মকর্তাবৃন্দ দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনপূর্বক উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করেন।













