২৮ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে দিনদুপুরে শিপইয়ার্ড দখল, থানায় ২ মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রাম সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় দিন-দুপুরে প্রায় দুই শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আলী শিপ ব্রেকিং এন্টারপ্রাইজ নামক একটি শিপ ইয়ার্ড দখল করে ফেলেছে সন্ত্রাসীরা। এসময় ইয়ার্ডে থাকা প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় দখলকারীরা। দখলকৃত ইয়ার্ডটি টিনের ঘিরা দিয়ে দখলদারদের ইয়ার্ডের সীমানার ভিতরে নিয়ে গেছেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

মাসুদ রানা নামের একজনের করা মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) আনুমানিক সকাল ৯ টায় উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া সমুদ্র উপকূলে মো. ফরিদুল আলমের মালিকানাধীন আলী স্টীল শিপ ব্রেকিং ইয়ার্ডর্টি পাশ্ববর্তী এম এ শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক মো. মাহবুবুল আলম ও তার ভাই আনোয়ার আলম দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রায় দুই শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দারোয়ানকে মারধর করে বের করে দিয়ে মালামালসহ শিপ ইয়ার্ডটি দখল করে নেয়। এসময় তারা টিন দিয়ে ঘেরা বেড়া দিয়ে তাদের নিজেদের সীমানায় নিয়ে নেন। ইয়ার্ডে থাকা একটি হুইস মেশিন, একটি টাংকিসহ প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট করে তাদের সীমানায় নিয়ে নেয়।

অপর একটি মামলা করেন সীতাকুণ্ড ভূমি অফিসের সার্ভেয়ার ভাটিয়ারী ভূমি অফিসে কর্মরত নূরুল আফসার। তিনি মামলায় অভিযোগ করেন, বার আউলিয়াস্হ আলী শিপ ব্রেকিং ইয়ার্ড দখলের অভিযোগ পেয়ে সহকারী কমিশনারের (ভূমি) দির্দেশে উক্ত দখলকৃত ইয়ার্ডের জায়গা পরিমাপের নির্দেশ পেয়ে ঘটনাস্হলে যাই, তখন দখলকারী এম এ শিপ ইয়ার্ডের কর্মচারী প্রবেশে বাধা দেয়, এ সিল্যান্ড হুকুম দিয়েছে বললে প্রবেশ করতে দিলেও তাদের সন্ত্রাসীরা পরিমাপে বাধা দেয়, এসময় তাদের সাথে দখলকারীদের পক্ষের লোকজন খারাপ আচরন করন। এতে সরকারি কাজে বাধা দানে তিনজনকে দখলকারী মাহাবুব আলী, তার ভাই আনোয়ার ও এক কর্মচারীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, বার আউলিয়া এলাকার সমুদ্র উপকূলে পাশ্ববর্তী এম এ শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকেরা আলী স্টীল শিপ ব্রেকিং ইয়ার্ড দখল করেছে এরকম একটি অভিযোগ পেয়ে আমি ঘটনাস্হলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। ঘটনার সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হয়েছে।

এদিকে দখলকারী পার্শ্ববর্তী ইয়ার্ডের মালিক মো. মাহবুবুল আলমের সাথে এ বিষয়ে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ইয়ার্ডের পার্শ্ববর্তী আলী শিপ ইয়ার্ডে আমাদের কিছু জায়গা রয়েছে, এ নিয়ে কয়েকবার শালিসি হয়েছে, সমাধা হয়নি। বৃহস্পতিবার আমরা দখল করে নিয়েছি।’

আরও পড়ুন