সীতাকুণ্ড প্রতিনিধি »
‘একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’- এ স্লোগানকে সামনে রেখে দিশারী যুব ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২২’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও সীতাকুণ্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাস্ট কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট সরওয়ার হোসেন লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক বিভাগীয় উপ-পরিচালক আলতাফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক, সীতাকুণ্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী সদস্য মো. শাহজাহান ও সিকিউর সিটির ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন মামুন।
এতে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ নূর খাঁন, ডিডিএফ এর প্রধান নির্বাহী ভূঁইয়া, সাংবাদিক মুসলিম উদ্দিন, রাফি চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।













