২ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে দুবৃর্ত্তের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ১২ জন আহত

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অনন্তপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিষয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তঃসত্ত্বা এক নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর গ্রামে একটি সন্ত্রাসী গ্রুপের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ১২জন আহত হয়েছে।

এদিকে অভিযুক্ত এ মামলার আসামী হানিফের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, জায়গাটি তাদের সিন্ডিকেটের। তাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা কাউকে হমলা করেননি।

অপরদিকে এ ঘটনায় আহত জুয়েল মাহমুদ বলেন, মো. হানিফ ও আখেরুজ্জামান, রাজু ও মামুনের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ ঘটনাস্থলে এসে আমাদেরকে এলোপাথারি রড দিয়ে পিটাতে থাকে। এসময় আমার মাথার ডানপাশ ফেটে যায় এবং চোখে মারাত্মক আঘাত লাগে। আমার দখলকৃত ঘরসহ জায়গার উপর থাকা সাইনবোর্ড ও একটি মোটর সাইকেল ভাংচুর করে তারা।

‘হামলার সময় আমাকে বাঁচাতে ছোট ভাই সাজ্জাদ হোসেন ও মহসিন, রায়হান, রিসান, সায়েত, মাঈন উদ্দিন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরও পিটিয়ে মারাত্মক যখম করে। আমার মোটর সাইকেল ভাঙচুর ও পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। এসময় তাদের বাঁধা দিলে কেয়ার টেকার মো. ফারুক হোসেন ও তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিমা আক্তারকেও নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করে।’

‘হামলায় আহতরা হলেন- জুয়েল মাহমুদ, মহসিন উদ্দিন, সাজ্জাদ হোসেন, ইমন, রায়হান, রিসান, সায়েত, মাঈন উদ্দিন, কেয়ার টেকার ফারুক হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রিমা আক্তারসহ ১২জন।’ – বলেন আহত জুয়েল।

তিনি আরো বলেন, হামলার খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আমাদের উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে যান। এঘটনায় মো. হানিফ ও আখেরুজ্জামানসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে আমি নিজে বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছি।

এবিষয়ে সীতাকুণ্ড মডেলণ্ড থানার (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, হামলায় আহত জুয়েল মাহমুদ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ