৫ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে পিকআপে আগুন

সীতাকুণ্ডে একটি ড্রামবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৬ জানুয়ারি) ভোর ছয়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাটে এলাকায় মোস্তফা পেট্রোল পাম্পের সামনে গাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, একটি পিকআপে সকাল ছয়টার দিকে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে গাড়িটির কিছু অংশ এবং প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে যায়।

এ বিষয়ে সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ