সীতাকুণ্ড প্রতিনিধি »
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রাক চাপায় শাহনাজ বেগম শানু নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, আজ বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কর্মস্হলে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ভাটিয়ারী উত্তর বাজার এলাকায় শাহনাজ বেগম শানু নামের ওই গার্মেন্টস কর্মীকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার আত্মীয় স্বজন খবর পেয়ে লাশ বাড়িতে নিয়ে দাফন করেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
অন্যদিকে এনজিও’র সাপ্তাহিক কিস্তি যোগাড় করতে না পেরে নাহিদা আক্তার নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত নাহিদা
সীতাকুণ্ডের ১ নং সৈয়দপুর ইউনিয়নের কেদার খীল গ্রামের নুর বক্স হাজী বাড়ির ইকবাল হোসেনের স্ত্রী।
নিহতের ভাই সায়েদ হোসেন জানান, তার বোন একটি এনজিও থেকে লোন নেয়, স্বামী অটোরিকশা চালক ইকবালের কোন চাকরি ও দৈনিক কাজ না থাকায় কিস্তির টাকা যোগা করতে পারেনি,সুদের উপরও কোন টাকা পাওয়া যায়নি, কিস্তির ম্যানেজারের চাপে নাহিদা দিশেহারা হয়ে পড়েন, স্বামীর সাথেও রাগারাগি হয় টাকা যোগাড়ে অক্ষম হওয়ায়, এক পর্যায়ে নাহিদা আত্মহত্যার পথ বেছে নেন। মঙ্গলবার রাত ১০ টায় তিনি ঘরে থাকা ঘাস মারার বিষ প্যারাকুয়েট খেয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। লাশ মর্গে রাখা হয়েছে।













