সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।
উপজেলার সলিমপুর ও মুরাদপুর এলাকায় এ দুটি নিহতের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার মুরাদপুর ফকিরহাটস্থ এলাকায় নিজাম উদ্দিনের বসতঘরে বিদ্যুতের তার ছিড়ে শিশু সামিউল ইসলাম সাজিব (৭) এর গায়ে পড়ে। এসময় সে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু ঘটে।
নিহত সাজিব মুরাদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নিজাম উদ্দিনের ছেলে। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর জেটাতো ভাই আশ্রাফ উদ্দিন টিটু।
তিনি বলেন, সাজিব ঘরে খেলারত অবস্থায় বাতাসে বিদ্যুতের তার ছিড়ে তার গায়ে পড়ে।পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
অপরদিকে একই দিন বিকেল ৫টার দিকে জসিম উদ্দিন (৩৭ ) নামক এক ব্যক্তি মোটর সাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের ফেরার উদ্দেশ্যে ফৌজদারহাট-বায়োজিদ সড়কের (বাংলা বাজার অংশের) ব্রিজ অতিক্রম করছিল। এসময় একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে ।
নিহত জসিম সীতাকুণ্ড উপজেলার পুর্ব মুরাদপুর পেশকার পাড়া এলাকার বাসিন্দা মোঃ কবির উদ্দিনের ছেলে।
এবিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী সাংবাদিকদের বলেন, ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী জসিম উদ্দিন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা লাশটি উদ্ধার করেছি এবং ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













