২৩ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি  »

সীতাকুণ্ডে প্রতিবন্ধী জনগোষ্ঠীদের মাঝে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ নভেম্বর) সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি ও সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল এর বেইজ ম্যানেজার আব্দুল গফুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

টেকিং সাকসেসফুল ইনোভেশন টু স্কেল-পাথওয়েজ ফর ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ গ্রাজুয়েশন আউট অফ পোভার্টি প্রজেক্ট এর আওতায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ডিপিও প্রতিবন্ধী সংগঠনের সভাপতি বাবুল দেব নাথসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধী ও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি এ্যান্ড ইনক্লুশন বাংলাদের এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার (স্ক্র্যাচ) টয়লেট চেয়ার, হাটারলাঠি, সাদাছড়ি, টাইসাইকেলসহ মোট ২৩টি উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিবন্ধী পরিবারের মাঝে ৮টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, এনজিও প্রতিষ্ঠান হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল সবসময় তারা প্রতিবন্ধী পরিবারকে সহযোগিতা করে আসছেন। কিন্তু এ ধারা অব্যাহত রাখতে পারলে এলাকার প্রতিবন্ধী পরিবারগুলো অনেকটা উপকৃত হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন