২৭ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে বাবাকে হত্যা করা সেই ছেলে গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবাকে হত্যার ঘটনায় মো. হেলালকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ভাটিয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ওইদিন দুপুরে পারিবারিক জেরে তার বাবা বেলাল হোসেনকে দায়ের কোপে হত্যা করে। পরে সে পালিয়ে যায়।

নিহত বেলাল হোসেন নোয়াখালীর সুধারাম থানার পূর্বসূরি গ্রামের মৃত আবুল বশরের ছেলে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী হাসনাবাদ এলাকায় বসবাস করছিলেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বাবাকে হত্যার ঘটনায় জড়িত হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ভাই হেলালকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।’

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ