২৫ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে বারৈয়াঢালায় গ্রামীণ সড়কের উদ্বোধন ঘোষণা

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ডে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ সড়কের উদ্ভোধন ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত বাংলাদেশ সি. সড়কের উদ্ভোধন ঘোষণা করেন স্থানীয় চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান।

‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিয়া ভূঁইয়া, স্থানীয় মেম্বার রফিকুজ্জামান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সামছুল হুদা চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এদিকে উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এ স্লোগানের বাস্তব প্রতিফলন ঘটানোর লক্ষ্যে চলতি অর্থবছর এলজিইডি মাসব্যাপী রক্ষণাবেক্ষণ মাস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য আগামী অক্টোবর, ২০২০ ও মার্চ, ২০২১ সালকে ‘রক্ষণাবেক্ষণ মাস’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

‘সড়ক রক্ষণাবেক্ষণ কাজে এলজিইডি সড়ক ব্যবহারকারী জনগোষ্ঠী ও জনপ্রতিনিধিদের অংশ গ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া কোভিড ১৯-এ সৃষ্ট বেকারত্ব নিরসণের লক্ষ্যে সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ শ্রমঘণ কাজে স্থানীয়ভাবে শ্রমিক নিয়োগ করে বছরব্যাপী সড়ক সংস্কার কর্মসূচীতে গতিশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়।’

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান বলেন, সরকার গ্রামীণ সড়কগুলো টিকসই ও সচল রাখতে একটির পর একটি প্রদক্ষেপ গ্রহণ করে চলেছেন। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে সীতাকুণ্ডে ৯টি ইউনিয়নে ১০ জন করে ৯০জন মহিলা শ্রমিক রয়েছে। তারা গ্রামীণ সড়কগুলোতে রক্ষণাবেক্ষণের কাজ করে চলেছেন। তাই শ্রমিকরা সড়কে রক্ষণাবেক্ষণ কাজের পূর্বের মত গতিশীলতা ও চলমান রাখলে সড়কগুলো সুন্দর ও ভাঙন থেকে রোধকরা অনেকটা সম্ভব হবে। তাই এলাকার জনগণকেও এগিয়ে আসতে হবে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন