২৫ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে বাসচাপায় প্রাণ গেলো বৃদ্ধের

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী একটি বাসের ধাক্কায় সুধির দাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন। এ ঘটনায় বাসের চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।

নিহত বৃদ্ধ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনি। এতে আরো দুইজন আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর মদনহাট টেম্পু নামক স্থানে চট্টগ্রামমুখী লেনে পাকা রাস্তার উপর একটি বাসের (ফেনী-জ-০৫-০০২১) অজ্ঞাত চালক বেপরোয়া গতিতে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সুধির দাসকে (৭০) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি বার আউলিয়া হাইওয়ে থানা জব্দ করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন