২৪ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মা ও পরিবারের আরও ছয়জন।

শনিবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত জাকিয়ার বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮), খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) এবং গাড়ির চালক মো. রায়হান (২৪)।

জানা গেছে, ভোলার বাসিন্দা জামাল উদ্দিন কর্মসূত্রে ঢাকার আশুলিয়ায় বসবাস করতেন। সম্প্রতি চাকরি হারানোর পর চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে পরিবার ও মালামালসহ পিকআপ ভ্যানে করে বন্দরনগরীর উদ্দেশ্যে রওনা দেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, বাঁশবাড়িয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস ওভারটেকের সময় পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু জাকিয়া ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করেন।

হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মিন্টু মিয়া জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। বাসটি পালিয়ে গেছে, চালককে ধরতে চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন