বিনোদন ডেস্ক »
অনেক আগেই শেষ হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’র কাজ। তবে কবে মুক্তি পাবে সিনেমাটি তা নিয়ে ছিল সংশয়। অবশেষে পোস্টার দেখে দর্শকদের কিছুটা কৌতূহল মিটালেও আজ ট্রেলার প্রকাশের কথা থাকলেও সীতাকুণ্ড ট্র্যাজেডির প্রতি সম্মান জানিয়ে এটি আজ প্রকাশ হচ্ছে না।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে নয়জন ফায়ার সার্ভিসকর্মীর মরদেহ শনাক্ত করা গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত দেশ। এরই মধ্যে মারা গেছে অনেকেই। আহত শত শত। এমন বিষাদের দিনে সিনেমার ট্রেলার প্রকাশ স্থগিত করলো ‘হাওয়া’র টিম্।
গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হাওয়া’। আজ কথা ছিল এর ট্রেলার প্রকাশ হবে৷ তবে সীতাকুণ্ড ট্র্যাজেডির প্রতি সম্মান জানিয়ে এটি আজ প্রকাশ হচ্ছে না। প্রকাশিত প্রথম পোস্টারে দেখা মিলেছে সিনেমার প্রায় সব কলাকুশলীকে। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ারদের মধ্যমণিতে চিৎ হয়ে আছেন লাল হাফপ্যান্ট পরা অচেতন শরিফুল রাজ!
পোস্টার প্রসঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, করোনার কারণে আমাদের জীবনের ছন্দপতন ঘটেছে। থেমে গেছে চাকা। সেই চাকা নতুন করে আবার সচল হতে শুরু করেছে। অনেক আগেই আমাদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’র কাজ শেষ হয়েছে। আজ প্রকাশ হলো পোস্টার। এখন শুধু মুক্তির অপেক্ষায় আছি।













