৯ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ গুদাম ও ১১ দোকান পুড়ে ছাই

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পাইকারি গুদাম ও ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পৌর সদর বাজারের কলেজ রোডে আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে কয়েক কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন বলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ নূরুল আলম দুলাল।

পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার জানান, সকালে ব্যবসায়ী বিশ্বতিরে ফোমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে।

স্থানীয় কাউন্সিলর ও পুড়ে যাওয়া দোকানের বাড়িওয়ালা দিদারুল আলম অ্যাপোলো বলেন, তোষকের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা শোনা যাচ্ছে। আগুনে আমার ও ব্যবসায়ীদের অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু কলেজ রোডের প্রবেশ মুখে মেলা কমিটির গেটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। এরপরও সে বাধা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফোমের গোডাউনে থাকা মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

ঘটনার পর পর সাবেক উপজেরা চেয়ারম্যান ও উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ