চট্টগ্রামের সীতাকুণ্ডে নেশাজাতিয় মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহের অভিযোগে মিনু বেগম (৫৫) নামের এক মাদক সম্রাজ্ঞীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে মধ্যরাতে পাহাড়ের পাদদেশে অবস্থিত সোনার পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই দিন গ্রেফতার করে অপর একটি অভিযানে ৭০ লিটার বিদেশী মদসহ একটি মাইক্রোবাস জব্দ করে সীতাকুণ্ড থানা পুলিশ।
শনিবার (২০ মে) সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সম্রাজ্ঞী মিনু বেগম টেকনাফ থেকে কুমিরা টু ঢাকাসহ আন্তর্জাতিক মাদক কারবারিদের অন্যতম সদস্য। তার আস্তানায় প্রবেশ করতে হলে স্পেশাল সিকিউরিটির পাহারা ভেদ করে প্রবেশ করতে হয়। এই মাদক সম্রাজ্ঞীর সিকিউরিটি সদস্য ও ইনচার্জ হিসেবে স্থানীয় প্রভাবশালী সদস্য ও অন্যান্য অনুভূতির জনবল নিয়োগ করা আছে। এদের দেখভালসহ দৈনন্দিন খরচ বাবদ প্রায় লক্ষাধিক টাকার উপরে খরচ করেন এই মাদক সম্রাজ্ঞী মিনু।
তিনি আরও বলেন, ছদ্মবেশ ধারণ করে তার আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আরও ৮ জনকে আটক করা হয়। একইদিন ফেনী থেকে একটি মাইক্রোবাস বিপুল পরিমাণ বিদেশী মদসহ চট্টগ্রামের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কদম রসুল এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় বিদেশী মদসহ একটি মাইক্রোবাস।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা আন্তজার্তিক মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।













