৭ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে ‘মানবতার ব্লাড ফাউন্ডেশন’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক »

‘সত্য ও মানবতার পক্ষে আমরা, ঘৃণা নয় ঘ্রাণ ছড়িয়ে যাবো’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার ব্লাড ফাউন্ডেশন’র উদ্যোগে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সীতাকুণ্ড মডার্ণ হসপিটালের সহযোগিতায় এই ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং ও এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

শুরুতেই সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুন আল রশিদের স্বাগত বক্তব্যের পর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নূর নেওয়াজের মাধ্যমে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং-এর সূচনা করা হয়।

এতে অংশ গ্রহণ করেন বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে থেকে ৫ম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বেলা সাড়ে ১২টায় অভিভাবক সমাবেশ সম্পন্ন করে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নূর নেওয়াজ এর সঞ্চালনায় উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. হারুন আল রশিদ, পলাশ রায় চৌধুরী-ম্যানেজার সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল, উপদেষ্টা সোনার বাংলা গড়বো মানবতার ব্লাড ফাউন্ডেশন, মো. সেলিম উদ্দীন প্রমুখ।

এছাড়া ‘সোনার বাংলা গড়বো মানবতার ব্লাড ফাউন্ডেশন’র সভাপতি মো. কাউছার, সাধারণ সম্পাদক মো. আমজাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এসএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ