২৯ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে লরিচাপায় প্রাণ গেলো দুই আ.লীগ নেতার, আহত ২

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রাম নগরী থেকে সীতাকুণ্ডে বাশঁবাড়িয়ায় বাড়িতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ আরও দুইজন, তাদের অবস্হাও গুরুতর বলে জানা গেছে।

সোমবার (২২ আগস্ট) বিকাল ৫ টায় পোর্ট কানেক্টিং রোড দিয়ে আসার পথে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য  আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার নিলু জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু চৌধুরী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. ইসমাইল, সা. সম্পাদক মো. নাছির, ২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মো. কামাল চট্টগ্রাম নগরীতে একটি অনুষ্ঠানে যোগদান শেষে  সীতাকুণ্ডে ফিরছিলেন। আসার পথে একটি লরি তাদের কারকে পিছন থেকে চাপা দেয়, এতে সবাই গুরুত্বর আহত হন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. নাছির  (৩৫) ও মো. কামালকে (২৬) মৃত ঘোষণা করেন। আহত মো. রাজু চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে এবং মে. ইসমাইল মেম্বার চমেকে হাসপাতালে ভর্তি আছে, তাদের অবস্হা গুরুতর বলে জানা গেছে।

ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বিকাল ৫ টায় দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্হলে যাই, আহতদের উদ্ধার করে হাসপাতাল প্রেরণে সহযোগিতা করেছি। গাড়ি দুটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে।পরে হাসপাতালা দুজন মারা গেছে বলে জেনেছি, বাকী দুজন ভর্তি রয়েছে।

আরও পড়ুন