চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট সুপ্তধারার পাহাড়ি ঝর্ণার লেকে সাঁতার কাটতে গিয়ে তাহমিদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগা হাট এলাকায় সুপ্তধারা ঝর্ণার লেকে এ ঘটনা ঘটে।
নিহত তাহমিদ (১৮) রাউজানের গহিরা এলাকার এরশাদ হোসেন চৌধুরীর পুত্র।ত ার পরিবার চট্টগ্রামের কুসুমবাগ জিইসি এলাকায় বসবাস করছিলেন। নিহত তাহমিদ (১৮) ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল বাংলাধারাকে বলেন, সীতাকুণ্ডের দারোগার হাট এলাকায় পাহাড়ি ঝর্ণার লেক থেকে তাহমিদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।













