বাংলাধারা ডেস্ক »
সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় যমুনা শিপ ব্রেকার্স নামে একটি জাহাজ ভাঙা কারখানায় কাজ করার সময় আগুন লেগে চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— সোহেল রানা (২৫), জাহিদ হাসান (২৬), মিজানুর রহমান (৪০) ও মোহাম্মদ ফিরোজ (২৪)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডে যমুনা শিপইয়ার্ডে কাজ করতে গিয়ে আহত চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দগ্ধ সোহেল রানা ও জাহিদ হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।













