চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর সিফাতের (১৭) মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার (১৮ মে) সকাল ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিফাত কক্সবাজার জেলার উখিয়া থানার সেফট আলী এলাকার আমান উল্লাহর ছেলে। তিনি বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ মে) বিকেল ৪টায় সিফাত তার সহকর্মী বন্ধু মোবারকের সঙ্গে বাঁশবাড়িয়া ফেরিঘাটে ঘুরতে যান এবং সমুদ্রে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সিফাত সাঁতরে সাগরে নোঙর করা একটি ফেরিতে যাওয়ার চেষ্টা করেন। তবে কিছুদূর গিয়ে স্রোতের তোড়ে তিনি পানিতে তলিয়ে যান।
প্রথমে স্থানীয়রা চেষ্টা করেও সিফাতকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে কুমিরা ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে আসে। এরপর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় পৌঁছে রাতভর উদ্ধার কাজ চালায়।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, “উত্তাল ঢেউ ও জোয়ারের কারণে উদ্ধার কাজ চালাতে অনেক বেগ পেতে হয়েছে। রাতে প্রায় ৩ ঘণ্টা উদ্ধার কার্যক্রম বন্ধ ছিল। তবে রবিবার সকালে আবার তল্লাশি চালিয়ে সকাল ১০টায় সিফাতের মরদেহ উদ্ধার করা হয়।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সিফাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
এআরই/বাংলাধারা