২৯ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে সাংবাদিকের বসতঘরে ‘সন্ত্রাসী’ হামলা-ভাংচুর, আহত নারী

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি সবুজ শর্মা শাকিলের বসত বাড়িতে সন্ত্রাসী হামলা অভিযোগ উঠেছে। এমনকি সবুজ শর্মা শাকিলের বোন ও বড় ভাইয়ের স্ত্রীর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকালে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল এই হামলা ও লুটপাট চালায়।

বিষয়টি জানিয়েছেন সাংবাদিক সবুজ শর্মা শাকিল নিজেই। তিনি বলেন, ‘আমাদের বাড়ির দক্ষিণ সীমানায় প্রতিবেশী এক বেপোয়ারা মহিলা প্রায়ই তাদের সাথে কারণে অকারণে ঝগড়া বাধাতে চায়, মহিলাটি খারাপ বলে তারা এড়িয়ে চলে। ওই মহিলা স্হানীয় মেম্বার রবিনকে তার পক্ষ নেয়, মেম্বার কয়েকবার হুমকি ধমকিও দিয়েছে কয়েকবার। সর্বশেষ আজ ২০/২৫ জন সন্ত্রাসী দিয়ে বাড়িতে হামলা চালায়।’

এদিকে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরীসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ হামলাকারীদের গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির দাবি জানান।

আরও পড়ুন