চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় স্বামীর ছুরিকাঘাতে সীমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সীমার মৃত্যু হয়।
নিহত সীমা আক্তার বাড়বকুণ্ড ইউনিয়নের চারারকান্দি নডালিয়া গ্রামের মো. আইয়ুব খানের মেয়ে। তার স্বামী মাহমুদুল হক রহমান একই ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা আহমদ শফির ছেলে। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমা ও মাহমুদুলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে মাহমুদুল ছুরি দিয়ে সীমার পেটে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে সীমার বাবা ও স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং ঘাতক স্বামী মাহমুদুল হক রহমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এআরই/বাংলাধারা