বাংলাধারা প্রতিবেদক »
সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার কাটার সময় ১০ হাজার সিলিন্ডারসহ ৯ জনকে আটক করেছে র্যাব-৭।
বুধবার (৮ জুন) থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে এসব এলপিজি সিলিন্ডাসহ এই তিন মূলহোতাকে আটক করা হয়।
আটক তিন মূলহোতা হলো— মো. ইসমাইল হোসেন কুসুম (৫১), মো. মহসীন (৫১) ও মো. নুরুন নবী (৪৮)। এছাড়া আরও ছয়জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, সীতাকুণ্ডের ভাটিয়ারীর তুলাতুলি এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার এলপিজি সিলিন্ডারসহ ৯ জনকে আটক করা হয়। এসময় সিলিন্ডার পরিবহনের কাজে ব্যবহৃত দুই ট্রাক উদ্ধার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, গ্যাস সিলিন্ডার বাইরে কাটা নিষেধাজ্ঞা থাকার শর্তেও আসামিরা কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে সেগুলো কেটে বিভিন্ন রি-রোলিং মিলে সরবরাহ করে করছে আসছিল।
এর আগেও আটকদের মধ্যে মো. ইসমাইল হোসেন ওরফে কুসুম ২০২১ সালের ১২ জুলাই সিলিন্ডার কাটার অভিযোগে অভিযুক্ত হয়েছিল। আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।













