১১ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে ৬৩ মণ্ডপে চলছে তুলির শেষ আঁচড়

নিজস্ব প্রতিবেদক »

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে দুর্গোৎসব।

সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদ সূত্র জানিয়েছে, সীতাকুণ্ডে প্রতিবছরের মতো এবারও স্বাড়ম্বরে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। এবার এখানে পূজার সংখ্যা একটি বেড়ে হয়েছে ৬৩টি। তবে এর মধ্যে একটি ঘট পূজা। অন্য পূজাগুলো যথারীতি প্রতিমা দিয়েই হবে। এদিকে, উৎসাহ উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব নিয়ে প্রতিটি পাড়া-মহল্লা চলছে সাঁজ-সাঁজ রব। পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে পুজারী থেকে শুরু করে কর্মব্যস্ত সময় পার করছে দোকানিসহ প্রতিমা শিল্পীরা। আলোক সজ্জার সাথে মন্দিরে-মন্দিরে প্রতিমা শিল্পীর রঙ তুলির আচড়ে যেন জীবন্ত হয়ে উঠছে সু-দর্শন প্রতিমাগুলো। সব মিলিয়ে প্রতিটি এলাকাজুড়ে নেমে এসেছে মহাআনন্দের ছোয়া। তবে এক্ষেত্রে সকল আনন্দকে সর্বোত্তম জায়গায় এগিয়ে নিতে সর্বশেষ পরিশ্রম মূলে রয়েছে প্রতিমা তৈরির শিল্পীরা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভপতি বিমল চন্দ্র নাথ জানান, উপজেলা পূজা মণ্ডপ ৬৩টি, ২টিতে ঘট পূজা বাকি ৬১ টিতে প্রতীমা পূজা অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সার্বজনীন এই ধর্মীয় উৎসব। ১৯ অক্টোবর দেবীদূর্গা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচদিনের উৎসব পূজা উদযাপনের আনুষ্ঠানিকতা।

বাংলাধারা/এসএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ