২৩ অক্টোবর ২০২৫

সাংবাদিক খায়রুল সভাপতি, এয়ালিদ রনি সাঃসম্পাদক

সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতি গঠিত

সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতি গঠিত হয়েছে। সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক খায়রুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এয়ালিদ রনি।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ড পৌরসদরস্থ রাজবাড়ী কনভেনশন সেন্টারে আবাসিক হোটেল মালিকদের এক সভায় হোটেল মালিকদের উপস্থিতিতে এ সমিতি গঠিত হয়। অনুষ্ঠানে হোটেল সীতাকুণ্ড আবাসিক এর স্বত্বাধিকারী মেজবাহ উদ্দিন শাহ্ সমিতির সভাপতি হিসেবে সীতাকুণ্ড সি-বীচ আবাসিক হোটেল এর স্বত্বাধিকারী সাংবাদিক খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে হোটেল ৯৯ আবাসিক এর স্বত্বাধিকারী এস.এম ওয়ালিদ রনির নাম ঘোষণা করলে উপস্থিত সকলে সম্মতি প্রকাশ করে তাতে সমর্থন দেন।

সভায় হোটেল মালিক সমিতির ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। নব গঠিত সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সহ-সভাপতি মনোনীত হন মোঃ শাহাজাহান (হোটেল সৌদিয়া) ও মোঃ নাছিরুল করিম শামীম (গ্রীণভিউ আবাসিক হোটেল), সমিতির সহ সম্পাদক- মোঃ মোশারফ হোসেন শাকিল, (হোটেল সাইমুন আবাসিক), সাংগঠনিক সম্পাদক- মোঃ নুর উদ্দিন, (হোটেল জলসা আবাসিক), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, (হোটেল শৈবাল আবাসিক), অর্থ সম্পাদক- মোঃ জাহাঙ্গীর আলম, (বন্ধু ৯৯), প্রচার সম্পাদক- মোঃ সোহেল চৌধুরী, (নিউ সৌদিয়া আবাসিক) ও দপ্তর সম্পাদক- মনোনীত হন মোঃ কামরুল ইসলাম (বন্ধু ৯৯), সমিতির নির্বাহী সদস্য- ১ নং মোঃ সাজ্জাদ হোসেন রফিক, (হোটেল সীতাকুণ্ড আবাসিক), ২ নং সদস্য সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, (হোটেল ৭১), ৩) মোঃ হারুনুর রশিদ, (হোটেল ৯৯ আবাসিক), ৪) মোঃ রেজাউল করিম, (হোটেল তৈয়্যবিয়া ও আব্দুল্লাহ আবাসিক), ৫) মোঃ নাজিম উদ্দিন সেলিম, (হোটেল নুর আবাসিক)। সমিতির উপদেষ্টা- ১) মোঃ রেজাউল করিম বাহার, (গ্রীণভিউ আবাসিক হোটেল), ২) মোঃ জাহাঙ্গীর আলম, (হোটেল নিউ সৌদিয়া), ৩) মোঃ মেজবাহ উদ্দিন শাহ,্ (হোটেল সীতাকুণ্ড আবাসিক), ৪) এস.এম আক্তার হোসেন, (হোটেল সন্দ্বীপ আবাসিক) এবং ৫) মোঃ আবুল বশর, (হোটেল সীতাকুণ্ড আবাসিক)।

হোটেল মালিকরা বলেন, গণমাধ্যমের প্রচারণায় সীতাকুন্ডে প্রতিনিয়ত বাড়ছে পর্যটক। পর্যটকরা আমাদের অতিথি। তাই ব্যবসায়িক চিন্তা চেতনা ছাড়াও পর্যটকদের প্রতি রয়েছে আমাদের বিশেষ দায়িত্ব। সরকারীভাবে সীতাকুণ্ডকে পর্যটন এলাকা ঘোষণা করায় পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ রক্ষায় কমিটি গঠনকে ইতিবাচক হিসেবে দেখছেন হোটেল মালিকরা।

এদিকে হোটেল মালিকদের নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।

আরও পড়ুন