২৮ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ড থানার এসআই একরামুল করোনায় আক্রান্ত ছিলেন

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) একরাম হোসেন (৪৫) করোনায় আক্রান্ত ছিলেন।

শনিবার (৬ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। 

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা এসআই একরামুল ইসলামের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

একরামের মৃত্যুর পর থানার ২৪ জন পুলিশ কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তাদের পরীক্ষার প্রতিবেদন এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, শনিবার সকালে সীতাকুণ্ড পৌর এলাকার উত্তর বাজারে ভাড়া বাসায় জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সীতাকুণ্ড থানার এসআই একরামুল ইসলাম (৪৭)।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন