সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ড পৌরসভা এলাকায় একই দিনে পৃথক দুই ঘটনায় সন্ত্রাসী হামলায় দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ডের শেখ নগর এলাকায় দুর্বিত্তরা এক যুবককে ধরে নিয়ে যাওয়ার সময় তাদের হাত থেকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীদের ছুড়ির আঘাতে মো. বাবলু (৩২) নামে এক যুবক খুন হন। নিহত বাবুল সীতাকুণ্ড পৌরসভার মধ্যম মহাদেবপুর ৪নং ওয়ার্ডের শেখ নগর গ্রামের কামাল উদ্দীনের ছেলে।
স্হানীয় কাউন্সিল বাবু হারাধন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে শেখ নগর এলাকায় রেল লাইনে সাইফুল নামে এক প্রতিবেশী যুবককে মারধর করে নিয়ে যাচ্ছিল শাহিন, আরমান, শ্যামলসহ বেশ কয়েকজন। বিষয়টি দেখে বাবলু তাদের বাধা দেন। এ সময় শাহিনের লোকজন প্রথমে বাবলুকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এতে গুরুতর আহত অবস্থায় রেললাইনের পাশে পড়েছিল বাবলু। স্থানীয় লোকজন তারাবি নামাজ শেষে বাবলুকে আহত অবস্থায় কাতরাতে দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। গত দুইদিন সে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) চিকিৎসাধীন ছিল। আজ শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে বাবলু ইন্তেকাল করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শেখনগর এলাকায় শেখ নগর সমাজ উন্নয়ন সংস্থা নামে তরুণদের একটি ক্লাব রয়েছে। কয়েক বছর আগে ক্লাবটি সদস্যদের মধ্যে দ্বন্দ্বে কিছু সদস্য বের হয়ে রাইট এ্যাকশন নামে আরেকটি ক্লাব গঠন করে। এরপর থেকে দুইটি ক্লাবের মধ্যে কর্তৃত্ব নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। এক বছর ধরে অনেকগুলো হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সাইফুলকে ধরে নিয়ে যাওয়ার সময়ই বাবলু তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় পুরো শেখ পাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনার দিন বাবলুর বাবা কামাল উদ্দিন বাদী হয়ে সুনির্দিষ্ট চারজনসহ ৯ জনকে আসামী করে সীতাকুণ্ড থানায় হত্যার চেষ্টা একটি মামলা দায়ের করেছিলেন। যেহেতু বাবলু মারা গেছেন সেহেতু মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে একই দিন বুধবার রাত আটটায় স্হানীয় একদল সন্ত্রাসী সীতাকুনণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের ওয়াবদা গেইট এলাকায় একদল কিশোর সন্ত্রাসী মিনি ট্রাক মালিক সমিতির অফিসে গিয়ে চাঁদা চায়, সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে এরোপাতারি কুপিয়ে যখম করে,এসময সমিতির অপর সমদ্য মো. হারুন রসিদ এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে। দুজনকেই প্রথমে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে পরে চমেক হাসপাতালে ভর্তি করে, মো. হারুন চিকিৎসাধীন অবস্হায় বৃহশপ্রতিবার দিনগত রাতে মৃত্যুবরণ করে।একই দিনে দুটি সন্ত্রাসী ঘটনায় দুজন খুন হওয়ায় আইনশৃংখলা বাহিনী নড়েচড়ে বসেছেন,সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছেন বলে থানা সূত্রে জানায়।













