২৫ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ড পৌর সদরে রাস্তা দখল করেই চলছে ইট-বালির ব্যবসা!

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তা অবৈধভাবে ফুটপাত দখল করে ইট-বালি বিক্রির অভিযোগ উঠেছে।

রোববার বিকাল ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস সংলগ্ন মহাসড়কের রাস্তার পশ্চিম পাশ্বে অধৈবভাবে রাস্তা দখল করে ইট বালির বিক্রির করে যাচ্ছে। রাস্তার মধ্যে ইট ভাঙার মেশিন দিয়ে ইট ভাঙতে দেখা যায়, ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি সাইনবোর্ড লাগানো মো. নুরুল করিম নামের একটি প্রতিষ্ঠান।

এলাকাবাসী ও পথচাররীদের অভিযো, রাস্তা দখল করে ইট বালি বিক্রি কারণে যে কোনো মুহুর্তে বড় ধরনের সড়ক দূর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত নুরুল করিমকে বারবার ফোন দিল ফোন রিসিভ করেননি।

কুমিরা হাইওয়ে থানার ওসি মো. আব্দুল্লাহ বাংলাধারা প্রতিবেদককে বলেন, মহাসড়কের রাস্তা দখল করে অবৈধভাবে ইট বালি বিক্রিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসব কারণে প্রায়ই দূর্ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন