১১ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ড বিস্ফোরণে নিহত শাহাদাতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুবলীগ নেতা এলিট

বহুল আলোচিত ও মর্মান্তিক চট্টগ্রামের সীতাকুণ্ড কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত মিরসরাইয়ের সন্তান মো. শাহাদাত হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

সোমবার (১১ জুলাই) ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিনে মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের সোনা পাহাড় গ্রামে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত মোঃ শাহাদাত হোসেনের পরিবারকে সহমর্মিতা এবং সহযোগিতা’র জন্য ছুটে যান নিয়াজ মোর্শেদ এলিট। এদিন সকালে নিহত শাহাদাত হোসেনের সোনা পাহাড় গ্রামের বাড়িতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি আছিফ রহমান শাহীনসহ নিহতের মা, ছোট ভাই, চাচাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিয়াজ মোর্শেদ এলিট সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা স্মরণ করেন। শোকার্ত শাহাদাত হোসেনের মাকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আস্বস্ত করেন। এই সময় এলিটের পক্ষ থেকে নিহতের মায়ের হাতে সহযোগিতার অর্থ তুলে দেন।

ইতোমধ্যে সরকারের নেওয়া ক্ষতিগ্রস্তদের অনুদানের টাকার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং ঘটনার দিন থেকে আজ অবদি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশে নির্দেশে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসায় যুবলীগের সকল নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তিনি। সেই সাথে চট্টগ্রামে নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যের রক্তদানের কথা স্মরণ করেন।

সীতাকুণ্ড বিস্ফোরণে মিরসরাই উপজেলার একজন নিহতসহ তিন জন আহত হন।

তিনি বলেন, আমরা সবাই যদি মিরসরাইয়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই তা হলেই অসহায়দের জন্য সহযোগিতা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ