বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ডে মোবাইল চুরির অভিযোগে এজাহার মিয়া নামক এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল পারভেজ রায়হানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত রায়হানকে বুধবার রাতে বরখাস্ত করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ।
ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, মোবাইল চুরির অভিযোগে যুবক এজাহার মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত এসআই ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমানকে আটক করা হয়। এ ঘটনার পর নিহতের ভাই আলমগীর হোসেন মানিক বাদি হয়ে মামলা দায়েরের পর আটক দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
এছাড়া পলাতক আসামী ইমতিয়াজ ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। যুবক হত্যার দায়ে অভিযুক্ত রায়হানকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত,গত সোমবার রাতে মোবাইল চুরির অভিযোগে এজাহার মিয়াকে বাড়িতে ডেকে নিয়ে এসআই রায়হানও তার ভাই ইমতিয়াজ ইমরান এবং ভগ্নিপতি মিজানুর রহমান হাত,পা বেঁধে এলোপাথারি পিটিয়ে মারাত্বকভাবে জখম করেন। তারা মুমূর্ষ অবস্থায় মঙ্গলবার ভোরে এজাহারকে ইউনিয়ন পরিষদের পাশে ফেলে যায়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাধারা/এফএস/টিএম













