৩১ অক্টোবর ২০২৫

সীতাকুন্ডে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়াআমতলের বাংলাবাজার গ্রামে রাস্তার পাশে
পলিথিনে মোড়ানো এক নবজাতকের (কন্যা) লাশ পাওয়া গেছে।

রবিবার (৩ নভেম্বর) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়াআমতলের বাংলাবাজার গ্রামে রাস্তার পাশে সদৃশ বস্তু দেখতে পান লোকজন। পরে তারা পলিথিন খুলে মৃত নবজাতকটি দেখতে পায়।

খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে লোকজন ঐ এলাকায় ভীড় করতে থাকে। পলিথিন মোড়ানো নবজাতকের লাশটি রাস্তার পাশে কে বা কারা রেখে গিয়েছে কেউ জানাতে পারেনি।

এব্যাপারে স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান উদ্দিন বলেন, সকালে স্থানীয় এলাকাবাসী পলিথিনের ভিতরে রাস্তার পাশে একটি নবজাতকের( কন্যা) লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানালে আমি ঐ স্থানে গিয়ে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লাকে জানায়। তাঁর নির্দেশে লাশটি আমি দাফনের ব্যবস্থা করি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন