৩১ অক্টোবর ২০২৫

সীতাকুন্ডে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা ও তার সহযোগীকে গণপিটুনি

সীতাকুন্ড প্রতিনিধি »

চট্টগ্রামের সীতাকুন্ডে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক পিতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনার পর শিশুকন্যার মামা প্রতিবাদ করাতে পিতার সহযোগী মামাকে চুরিকাঘাত করে হত্যার চেষ্ঠা চালায়। স্থানীয় জনতা তাকেও ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (১৭জুলাই) রাতে সীতাকুন্ডের ভাটিয়ারী জলিল টেক্সটাইল গেইট এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা যায়, কুমিল্লা জেলার চান্দিনা থানার চুরিখোলা মুন্সিবাড়ি এলাকায় আলী মুন্সি (৩০) ট্রাক চালনোর সুবাদে সীতাকুন্ডের ভাটিয়ারী জলিল গেইট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছে কয়েক বছর পূর্ব থেকে।

বুধবার রাতে তার ১০ বছরের এক শিশুকন্যাকে রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করতে দেখে তার মা জানতে পারে আলী মুন্সি তার মেয়েকে ধর্ষণ করে।

শিশুকন্যার মা জানান, রাতে চিপস দেওয়ার কথা বলে বাইওর নিয়ে গিয়ে মেয়েকে ধর্ষণ করে।

স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে ধরে গণপিটুনি দেয়। এসময় মেয়ের মামা ইউসুফ ঘটনাস্থলে এই জঘন্য ঘটনায় ক্ষিপ্ত হয়ে ধিক্কার জানালে ধর্ষণকারীর সহযোগী সাইফুল ইসলাম মেয়ের মামাকে চুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। এসময় স্থানীয় লোকজন সাইফুলকেও গণপিটুনি দেয়। পরে ধর্ষণকারী ও তার সহযোগীকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় জনতা।

সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষণকারী পিতাকে আটকের পর আদালতে প্রেরণ করলে তাদালত তাকে জেলহাজাতে প্রেরণ করেছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন