৮ ডিসেম্বর ২০২৫

সীতাকুন্ডে সাংসদের প্রতিষ্ঠানে প্রাইম মুভারের চালক গুলিতে নিহত

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুন্ডে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন একটি ডিপোতে এক প্রাইম মুভার চালককে গুলি করে খুন করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুর আড়াই টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন টোল রোডের মুখে কালু শাহ মাজারের পাশে ‘দিদারুল আলম ব্রাদার্স’ নামে একটি ডিপোতে এই ঘটনা ঘটেছে। নিহত চালকের নাম মো. শাহজাহান সাজু (৫০) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মৃত নুরু মিয়ার ছেলে। এমপির মালিকানাধীন তাহসিন এন্টারপ্রাইজের প্রাইম মুভার চালাতেন সাজু।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গাড়ির জন্য ব্যাটারি নিতে ডিপোতে যান সাজু। এসময় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আল আমমিন হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) শামিম শেখ বাংলাধারাকে জানান, দুপুর আড়াই টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন টোল রোডের মুখে কালু শাহ মাজারের পাশে এমপি সাহেবের মালিকানাধীন একটি ডিপোতে ওই প্রতিষ্ঠনের এক কর্মচারীর ছোড়া গুলিতে চালক সাজু গুরতর আহত হন। সন্ধ্যা ৭টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল লেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিদর্শক শামিম শেখ বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি মাসুম নামে ওই প্রতিষ্ঠানের এক কর্মচারি সাজুকে গুলি করে। তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

এবিষয়ে জানতে চাইলে সাংসদ দিদারুল আলম মুঠোফোনে বাংলাধারাকে বলেন, ‘আমি ঢাকায় এটি মিটিংয়ে ব্যাস্ত ছিলাম। আমার ডিপোতে গুলিতে চালক খুনের খবর পেয়ে রাত ৯টার ফ্লাইটে চট্টগ্রাম ফিরেছি। ড্রাইভারদের নিজেদের মধ্যেকার বিরোধে এ খুন হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় মামলা করা হচ্ছে।’

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ